
ভিত্তি- সাফল্যের সহায়ক
ভিত্তি পলাশবাড়িভিত্তিক শিক্ষার্থীদের একটি সহায়ক প্লাটফর্ম। প্লাটফর্মটির মূল উদ্দেশ্য পলাশবাড়ির শিক্ষার্থীদের আসন্ন একাডেমিক সমস্যা সমাধানে সাহায্য করা। তোমার যেকোন সমস্যা সমাধানের জন্য তুমি নিচের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমার সমস্যা জানাতে পারো। সেখানে তোমাদের সাহায্য করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় (বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়) এর ভাইয়া-আপুরা তোমার সমস্যা সমাধানে (বিনামূল্যে)। এছাড়াও রেগুলার পরামর্শ ও তোমাদের কাঙিখত লক্ষ্য অর্জনের জন্য এক্সক্লুসিভ টিপস ও থাকছে। তাই তোমার বন্ধুরাসহ এই গ্রুপে দ্রুত যুক্ত হয়ে নাও। (ভিত্তি বিজ্ঞান-মানবিক-কমার্স সকল বিভাগের জন্য)

এছাড়া ভিত্তি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সরাসরি একাডেমিক সাহায্যের জন্য বিভিন্ন পেইড প্রোগ্রামের মাধ্যমে সাহায্য করে। বর্তমানে তাদের “প্রস্তুতির ১০ দিন” প্রোগ্রামটি চলমান আছে। এই ১০ দিনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র ও রসায়ন দ্বিতীয় পত্র- এর গোছানো প্রস্তুতি নেয়ায় সাহায্য করবে। উক্ত প্রোগ্রামে যুক্ত হতে নিচের ফরমটি পূরণ করো। প্রোগ্রামের রুটিন সংযুক্ত।